থানচিতে জাতীয় হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলা কার্যক্রম সম্পন্ন

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Mar 18, 2025 - 15:36
 0  4
থানচিতে জাতীয় হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলা কার্যক্রম সম্পন্ন

বান্দরবানের থানচি উপজেলায় জাতীয় হালনাগাদ ভোটার তালিকার অংশ হিসেবে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হামিদ নিশ্চিত করেছেন যে, চলতি বছরের নতুন ভোটার নিবন্ধনের প্রক্রিয়া যথাযথভাবে পরিচালিত হয়েছে।

১৮ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টায় থানচি উপজেলার সদর ইউনিয়নে সমাপনী ছবি তোলার কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোগাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর থানচি উপজেলায় মোট ১,১৫২ জন নতুন ভোটার আবেদন করেছেন। তবে ৪৪ জনের কাগজপত্রে সামান্য ত্রুটি থাকায় আপাতত ১,১০৮ জনের ছবি তোলা হয়েছে। সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার পর বাকিদের আবেদন পর্যালোচনা করে গ্রহণ করা হবে।

থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নে ৩৩০ জন, তিন্দু ইউনিয়নে ২১৪ জন, থানচি সদর ইউনিয়নে ৩১৫ জন এবং বলিপাড়া ইউনিয়নে ২৪৯ জন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন।

গত ১৩ মার্চ থেকে দুর্গম এলাকায় শুরু হওয়া এ কার্যক্রম ১৮ মার্চ থানচি সদর ইউনিয়নে শেষ হয়। নতুন ভোটারদের বেশিরভাগই তরুণ-তরুণী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা স্বতঃস্ফূর্তভাবে ইউনিয়ন পরিষদে এসে ছবি তুলেছেন, যা পুরো কার্যক্রমকে উৎসবমুখর করে তুলেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হামিদ জানান, পবিত্র রমজান মাস ও পাহাড়ি অঞ্চলের কঠিন যাতায়াত ব্যবস্থার কারণে শুরুতে কিছুটা শঙ্কা ছিল। তবে নতুন ভোটারদের ব্যাপক উৎসাহ, জনপ্রতিনিধিদের সহযোগিতা ও নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাদের প্রচেষ্টায় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই হালনাগাদ কার্যক্রম তরুণদের গণতন্ত্র ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করেছে। নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow