থানচিতে জামায়াতে ইসলামীর কমিটি গঠন

থানচি(বান্দরবান) প্রতিনিধি
Dec 20, 2024 - 21:38
 0  6
থানচিতে জামায়াতে ইসলামীর কমিটি গঠন

বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় প্রথমবারের মতো অত্যন্ত সফলতার সাথে ২  জন উপদেষ্টাসহ ৭ সদস্য বিশিষ্ঠ বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক সংগঠন কমিটি গঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী থানচি উপজেলা শাখা প্রথম সভাপতি হিসেবে স্থান করে নিয়েছে থানচি বাজারে তাজিংডং হোটেলের মালিক মো: আসলাম, থানচি রিড সেন্টারের ব্যবসায়ী মো: হারুনুর রশিদ টিপু সাধারণ সম্পাদক,সহ সভাপতি মো: নেয়াজুর রহমান যুগ্ন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বায়তুলমালঃ মোঃ রিদওয়ান, অফিস ও প্রচার: সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম, প্রধান উপদেষ্টা থানচি বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাবেক সভাপতি মোঃ নুরুল কবির মেম্বারসহ ৭ সদস্য বিশিষ্ঠ আংশিক কমিটি ঘোষনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান পার্বত্য জেলা আমির এস এম আব্দুচ ছালাম আযাদ। 
সম্প্রতি বুধবার ১৮ ডিসেম্বার থানচি রিড সেন্টারের তংমাহাং রেস্টুরেন্টের প্রথমবারের মতো কমিটি গঠনের লক্ষ্যে ছোট পরিষরে সভা অনুষ্ঠিত হয়।  সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান পার্বত্য জেলা আমির *এস এম আব্দুচ ছালাম আযাদ। 
পাহাড়ে একটি উপজেলা সদরের এ প্রথম জামায়াতে ইসলামী সংগঠনটি আত্নপ্রকাশ করেন।
পাহাড়ে পাহাড়ীরা বসবাস করলে ও সাধারণ পাহাড়ীরা বাংলাদেশ জামায়াত ইসলামী সংগঠনকে পছন্দ করেন না। সংগঠনটি সচরাচর বাংঙালিরা করে থাকেন। স্বাধীনতা ৫৪ বছর পেরিয়ে অন্তর্বর্তী সরকারের ৫ মাসের মাথায় এ সংগঠনটি আবির্ভাব ঘটে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা স্বাগত জানালে ও পাহাড়ে সাধারণ আতঙ্ক রয়েছে। এ সময়  জেলা জামায়াতে সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ন সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, বান্দরবান জেলা ছাত্র শিবিরে সভাপতি মোঃ কলিমুল্লাহ, বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমূখ। সভায়  উপজেলা বিএনপির নেতা কর্মীসহ অর্ধশতাধিক জামায়াতে নেতা কর্মী শুভাকাঙ্খিরা অংশ গ্রহন করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow