থানচিতে তিন দিন ব্যাপী গঙ্গাপূজা ও গঙ্গাস্নান অনুষ্ঠিত

থানচি(বান্দরবান)প্রতিনিধি
Feb 24, 2024 - 18:20
Feb 24, 2024 - 18:21
 0  9
থানচিতে তিন দিন ব্যাপী গঙ্গাপূজা ও গঙ্গাস্নান অনুষ্ঠিত

সকল সম্প্রদায়ের দুর্যোগ মুক্ত, অর্থনিতি, ব্যবসা, জুমচাষীদের আয়ের উৎসব বাড়ানো লক্ষ্যে প্রতি বছর ন্যায় এবারে ও বান্দরবানে থানচি বাজার ঘাটে সাংগু নদীর তীরে সর্বজনীন শ্রী শ্রী গঙ্গা পূজা ও গঙ্গাস্নান অনুষ্ঠান উদযাপন করেছে সনাতন ধর্মীয়ভাবে ভাবগম্ভীর্যে অসম্প্রদায়িকতা মনোভাবে। 
বৃহস্পতিবার সন্ধ্যা গোধুলি লগ্নে গঙ্গাপূজা শুভাধিবাস মধ্য দিয়ে শুরু হয়। শুক্রবার সকালে মহা মঙ্গল শোভা যাত্রা, শ্রীমদ্ভগবতগীতামৃত পরিবেশন,সর্বজনীন প্রার্থনা গঙ্গামায়ের পুজারম্ভ,গঙ্গা মায়ের ভোগারতি,অন্ন প্রসাদ, সন্ধ্যা প্রদীপ প্রজ্জ্বলন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ধর্ম দেশনা অনুষ্ঠিত হয়। শনিবার সকালের গঙ্গামায়ের পুস্পঞ্জলি ও প্রতিমা নিরঞ্জন মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।
অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা স্বপন কুমার বিশ্বাস, শ্রী শ্রী রক্ষা কালিমন্দিরে পুরোহিদ ভোলানাথ ভট্টচার্য্য ধর্ম দেশনা সম্পুর্ন গঙ্গা স্নান ও পুজা পরিচালনা করেন।
এ সময় সার্বিক সহযোগীতা করেন উদযাপন কমিটি সভাপতি টিটু বিশ্বাস সাধারণ সম্পাদক পলাশ কর্মকার,অর্থ সম্পাদক সূজন দাশ।
সনাতন ধর্মাবলম্বী ছাড়াও পাহাড়ে বসবাসরত বাংঙালি, মারমা, ত্রিপুরা, ম্রো, বম, খিয়ানসহ সকল জাতি সম্প্রদায়ের হাজার হাজার নর- নারী পূর্নার্থী  উপস্থিত ছিলেন।
শংঙ্খ নদীর তীরের শ্রী শ্রী গঙ্গা পুজা ও গঙ্গা স্নান চলতি বছরে ১৭ তম। এর আগেই ২০০৮ সালে এ পুজা করার পর থেকে থানচি উপজেলা সকল জাতি ধর্ম নির্বিশেষে ক্ষুদ্র ব্যবসা, কৃষি, জুমের ফসল উৎপাদন ও আয়ের উৎসব খুবই ভালো হয়েছে।  সুতারাং অর্থনিতিতে সাফল্য সহ শান্তিতে বসবাস করতে পারছে বলে আয়োজকরা দাবী করেন। এ পুজা সমাজের বরণ্য নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এছাড়াও সমতলে বসবাসরত অনেক ধর্মপ্রাণ মানুষ স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow