থানচিতে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন, অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Mar 10, 2025 - 16:24
 0  10
থানচিতে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন, অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া

বান্দরবানের থানচিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও করণীয় বিষয়ক মহড়া, র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল "দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি"।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল এবং সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. এমরান হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মসফিকুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিনিধি এসআই মাসুদ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ম্যানেজার জমির উদ্দিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন।

পরে থানচি বাজারে উপজেলা ফায়ার ডিফেন্সের কর্মকর্তারা অগ্নিকাণ্ডের পূর্ব প্রস্তুতি হিসেবে অগ্নিনির্বাপণ ও করণীয় বিষয়ক মহড়া পরিচালনা করেন। এ সময় আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি, জরুরি পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow