থানচিতে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় পরিবেশ সুরক্ষা সংক্রান্ত করণীয় বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। এটি স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস বাংলাদেশ-এর চট্টগ্রাম অঞ্চলের সিপিপি পিএইপি-২ পেপ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি সঞ্চালনা করেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পেপ প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মো. ফরহাদ আজিম। সভাপতিত্ব করেন একই প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর ও কর্মসূচি কর্মকর্তা রেমন আসাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহির উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ গুপ্ত, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সত্য মনি ত্রিপুরা, সিপিপি পিএইপি-২ পেপ প্রকল্পের থানচি উপজেলার মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা, মাঠ সহায়ক নুম্রাউ মারমা প্রমুখ। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
কর্মশালায় মো. ফরহাদ আজিম কারিতাস চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধানে থানচি উপজেলায় বাস্তবায়িত প্রকল্পের সাফল্য, কার্যক্রম এবং বার্ষিক কর্মপরিকল্পনা ভিডিও স্লাইডের মাধ্যমে উপস্থাপন করেন।
বক্তারা পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বোতল ও পলিথিন ব্যাগের ব্যবহার পরিহার, পাহাড়ে অপ্রয়োজনীয় গাছ কাটা থেকে বিরত থাকা, পাথর ও বালির অনিয়ন্ত্রিত উত্তোলন বন্ধ রাখা, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা এবং পরিবেশ সংরক্ষণের জন্য পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালার সমাপনী বক্তব্যে অতিথিরা পরিবেশ রক্ষার জন্য সকলের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
What's Your Reaction?






