থানচিতে ফোরাম হস্তান্তর ও ফেইজ অউট সভা অনুষ্ঠিত
বান্দরবানের থানচিতে জনগণের নিকট ফোরাম হস্তান্তর ও কর্ম এলাকা ফেইজ আউট সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের এনজিও সংস্থা বাংলাদেশে খ্রিস্টান উন্নয়ন কমিশন(সিসিডিবি-)সিপিআরপি প্রকল্পের আয়োজনের উপজেলা অডিটরিয়ান হলে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় সিসিডিবি এরিয়া ম্যানেজার হ্লামংপ্রু হেডম্যাননের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আছিফ উদ্দীন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি কর্মসূচী কর্মকর্তা প্রভূ রজ্ঞন চাকমা, সমবায় অধিদপ্তরে সহকারী পরিদর্শক মিথোয়াই চাক,সাংবাদিক অনুপম মারমা, সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ( সচীব) চমংউ মারমা, ফোরামে সভানেত্রী রিতা ত্রিপুরা,সাবেক ইউপি সংরক্ষিত মেম্বার ডলিচিং মারমা, ফোরামের নেতা ইউজ ত্রিপুরা প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় সিসিডিবি পরিচালিত থানচি উপজেলা ২০ টি সমিতি ও ফোরামের সভাপতি সম্পাদক ও সদস্যরা স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।
সভা শেষে উপজেলা ২০ টি সমিতি ও ফোরামের সদস্যদের সিসিডিবি পক্ষের জনগণের নিকট ফোরাম হস্তান্তর ও কর্ম এলাকা ফেইজ আউট চুক্তির হস্তান্তর করা হয়।
What's Your Reaction?