থানচিতে বিএমএসসি কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি ক্যহাইসিং, সম্পাদক সাচিংপ্রু, সাংগঠনিক ম্যাসিংওয়াং

থানচি(বান্দরবান) প্রতিনিধি
Jan 18, 2025 - 21:11
 0  8
থানচিতে বিএমএসসি কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি ক্যহাইসিং, সম্পাদক সাচিংপ্রু, সাংগঠনিক ম্যাসিংওয়াং
বান্দরবানে নিজস্ব ভাষা,সাংস্কৃতি,ঐতিহ্য, ও ইতিহাসকে সম্মুন্নত রাখতে শিক্ষা,সামাজিক,সাংস্কৃতিক ও অধিকারমূলক আন্দোলনকে জোরদার করুন।  এ প্রতিপাদ্যে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল ( বিএমএসসি) ২য় থানচি উপজেলা কাউন্সিল ও আলোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী শনিবার দুপুর ২ টায় স্থানীয় মেঘবর্তী রিসোর্টে জাতীয় ও বিএমএসসি নিজস্ব পতাকা উক্তোলন,১৯ সদস্য বিশিষ্ট কমিটি শপথ গ্রহন মধ্য দিয়ে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের থানচি উপজেলা শাখা কমিটি অনুমোদন লাভ করেন।
সভাপতি ক্যহাইসিং মারমা,সাধারণ সম্পাদক সাচিংপ্রু মারমা সাংগঠনিক সম্পাদক ম্যাসিংওয়াং মারমা কমিটিতে স্থান পেয়েছে।
বিএমএসসি সভাপতি অংসিংথোয়াই মারমা সভাপতিত্বে ক্যহাইসিং মারমা সঞ্চালনায় বিএমএসসি কেন্দ্রীয় কমিটি সাবেক সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি মধ্যে মৈত্রী শিশু সদনের পরিচালক ভদন্ত উ ইউসারা মহাথের,সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম,হেডম্যান পাড়া স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাঅংপ্রু মারমা,বিএমএসসি কেন্দ্রীয় কমিটি সহ সভানেত্রী মে, ওয়াপেইং মারমা,বান্দরবান জেলা কমিটি সভাপতি উহ্লাচিং মারমা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন হ্লামংউ মারমা,থংএ খুমি,অন্তর খিয়াং,আসাবান ত্রিপুরা,কলাই ম্রো,সিংওয়াইমং মারমাসহ বিএমএসসি নেতৃবৃন্দ। কাউন্সিলের ২শতাধিক যুবারা অংশ গ্রহন করেন।
সাংগঠনের নেতৃবৃন্দরা জানান,১৯৮৯ সালে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় থেকে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল স্থাপিত হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ব বিদ্যালয়,জাহাঙ্গির নগর বিশ্ব বিদ্যালয়সহ ৩ পার্বত্য জেলা উপজেলা শাখা কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের উদ্যোগের অসহায় শিক্ষার্থীদের আর্থিক অনুদান,ভর্তি সহযোগীতা,শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ,বন্যা কবলিতদের পাশে দাঁড়ানো,ফ্রি কোচিং সেন্টার পরিচালনা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব,মেধাবী শিক্ষার্থীদের সম্পনশর গ্রহনসহ নানান সেবা মূলক কার্যক্রম চালিয়ে আসছে এ সংগঠনটি। এছাড়াও মারমাদের অধিকারমূলক আন্দোলন ও জোরদার করা উদ্যোগ নেন সংগঠনটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow