থানচিতে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Mar 15, 2025 - 02:03
 0  9
থানচিতে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বান্দরবানের থানচিতে পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের শান্তি, সম্প্রীতি ও ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি কামনায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৪টায় থানচি উপজেলার মুসলিম ছাত্র-যুব সমাজের আয়োজনে উপজেলা সদরের জামে মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা আনিছ উল্লাহ মোবারক এবং টিএন্ডটি পাড়া জামে মসজিদের খতিব ও মা-আরিফুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা জুবাইর আহম্মদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানচি মুসলিম ছাত্র-যুব সমাজের সভাপতি মো. হারুনুর রশিদ টিপু এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজুর রহমান।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), থানচি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের সভাপতি মো. আসলাম, যুব নেতা মো. রায়হান, সাবেক ইউপি মেম্বার নুরুল কবির, ব্যবসায়ী মো. লিয়াকত হোসেন ও মো. জুবায়ের আহম্মদ প্রমুখ।

বক্তারা বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ ও লালনের শিক্ষা দেয়। সমাজে ন্যায়নীতি ও আদর্শিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব।

এই দোয়া ও ইফতার মাহফিলে সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ৬০০ রোজাদার মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow