থানচিতে সাবেক উপজেলা চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতি, অর্থ আত্মসাতের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বরাবরে স্বারকলিপি প্রদান

থানচি(বান্দরবান)প্রতিনিধি
Oct 23, 2024 - 16:37
 0  7
থানচিতে সাবেক উপজেলা চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতি, অর্থ আত্মসাতের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বরাবরে স্বারকলিপি প্রদান

বান্দরবানে থানচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা ও তিন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের সকল অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায়  থানচি বাস স্টেশন সংলগ্ন মুক্ত মঞ্চ প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। থানচি উপজেলা আদিবাসী ছাত্র ও যুব সমাজ এবং থানচি সাধারণ জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনের বৈষম্য বিরোধী আদিবাসী ছাত্র সমাজের সমন্বয়ক অংগ্য মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার প্রধান সমন্বয়ক মংমে মারমা,সমন্বয়ক  উক্যবো মারমা,সমন্বয়া রেংহাই ম্রো,যোগিরান পাড়ার প্রধান হানারাং ত্রিপুরা কারবারী,সুর্য কুমার ত্রিপুরা, প্রমুখ।
লিখিত স্বারকলিপিতে জানা যায়, বাংলাদেশ পূর্ব-দক্ষিণে সীমান্ত উপজেলায় বিগত ১৫ বছরের স্বৈরাচার শাসক গোষ্ঠীর ক্ষমতায়  সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াই ব্লা মং মার্মা নেতৃত্বে নির্বাচনের ভোট চুরি করে ক্ষমতা দখল।  উপজেলা পরিষদের আয়বর্ধনের নামে ৫১ টি দোকানের প্লট বরাদ্ধের নামে বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে ৭ লক্ষ টাকা নগদ নিয়ে দোকান প্লট হস্তান্ত না করে সম্পুর্ন টাকার আত্মসাৎ করে প্রতারনা করেন। এ ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও গণমানুষের উপর ক্ষমতা অপব্যবহার করে বিভিন্ন সময় দূর্নীতি ও অর্থ আত্মসাৎ করেন। তাকে সহযোগীতা করেন রেমাক্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুই শৈ থুই মার্মা (রনি)। তারা দুইজনের সাংগ্রাই,বড় দিন উৎসব ধর্মীয় প্রতিষ্ঠানের উদযাপনের বরাদ্ধকৃত অর্থ ও তার বরাদ্দকৃত চাউল আত্মসাৎ, ভিজিডি তালিকা প্রনয়নে টাকা নেয়া, স্বজনপ্রিতি, উপকারভোগীদের কার্ড নিজের কাছে রাখা, বিতরণে অনিয়মের আশ্রয় নেয়া, ভিজিএফ চাউল বিতরণেও অনিয়ম করেছেন।

 গ্রামীণ অবকাঠামোগত টেস্ট রিলিফ (টিআর) কাজের বিনিময় খাদ্য (কাবিখা) কাজের বিনিময় টাকা (কাবিটা) ৪০ দিনের কর্মসৃজন, লোকাল গভন্যান্স সাপোর্ট প্রকল্প (এলজিইএসপি) এশিয়া উন্নয়ন প্রকল্প (এডিপি) বরাদ্ধে উপর নিজের অধিপত্য বিস্তার, দলীয় কর্মীদের নামে বেনামে অস্তিত্বহীণ প্রকল্প বাস্তবায়ন গ্রহনসহ দুর্নীতি ও আত্মসাৎ এর নানা অভিযোগ এলাকাবাসীর হাতে রয়েছে।
তাদের দাবী ১.সকল দুর্নীতি গ্রস্থ চেয়ারম্যানদের দুর্নীতির সুস্থ তদন্ত করতে হবে।

২.দুর্নীতি গ্রস্থ চেয়ারম্যানদের অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। ৩. দুর্নীতি গ্রস্থ চেয়ারম্যানদের নির্বাচনের আগের এবং পরে অর্থ ও সম্পদের পরিমাণ হিসাব তদন্ত করতে হবে।
৪.সকল চেয়ারম্যান এর সকল প্রকল্পের হিসাব নিয়ে দ্রুত তদন্ত করতে হবে। ৫. ইউপি চেয়ারম্যান এর ভিজিডি, ভিজিএফ এর বিষয়ে তদন্ত করতে হবে। ৬. বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্ধকৃত অর্থ আত্মসাৎ এর বিষয়ে সুস্থভাবে তদন্ত করতে হবে। ৭. দুর্নীতি গ্রস্থ চেয়ারম্যানদের গ্রেপ্তার করে যথাযথ শান্তি প্রদান করতে হবে।
দাবীসমূহ বাস্তবায়িত করা না হলে, থানচি আদিবাসী ছাত্র ও যুব সমাজ এবং থানচি সাধারণ জনগণ কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow