থানচিতে সৌচাগার জিএফএস রক্ষনাবেক্ষনের উপর কর্মশালা অনুষ্ঠিত
বান্দরবানের থানচিতে প্রান্তিক জনগোষ্ঠিদের স্যানেটারী মানসম্মত সৌচাগার, বিশুদ্ধ পানিয় জলের ( জিএফএস) পাইপের মাধ্যমে সরবরাহকৃত বিশুদ্ধ করা জলের ব্যবহারের রক্ষনাবেক্ষনের উপর সচেতনতা ও গ্রামীণ মানুষের উপযোগী পরিবেশ তৈরীতে দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। সোম ও মঙ্গলবার দুই দিনের কর্মশালায় থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দুর্গম হালিরাম ত্রিপুরা মঙ্গলবার শেষ করেন।
দাতা সংস্থা একশন এইড বাংলাদেশ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড যৌথ অর্থায়নের বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) 'র আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়কে শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় হালিরাম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনের অনুষ্ঠিত কর্মশালাায় হালিরাম পাড়ায় তিনটি নতুন টয়লেট (একটিতে নারী ও পুরুষদের জন্য আলাদা টয়লেট) নির্মাণ এবং জিএফএস সংস্কার করা হয়। তিনটি টয়লেট ব্যবহারের জন্য তিনটি পরিচালনা কমিটি এবং জিএফএস রক্ষণাবেক্ষণের জন্য একটি পরিচালনা কমিটি গঠন করা হয়।
কর্মশালা সমাপনি অনুষ্ঠানের বলিপাড়া ইউপি ৯ নং ওয়ার্ডে মেম্বার পিতরাং এিপুরা, সংরক্ষিত নারী মেম্বার শ্রীমতি এিপুরা, হালিরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি। অলরাং এিপুরা, হালিরাম পাড়া কারবারি; তবারুং এিপুরা, বিএনকেএস-এর প্রোগ্রাম ম্যানেজার; পেশল চাকমা, এফও ক্যথুইঅং, এবং থোয়াইসুইখই মারমা প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় হালিরাম পাড়ার নারী, পুরুষ এবং যুবক-যুবতীর, গন্যমান্য ব্যক্তিবর্গ প্রায় শতাধিক অংশগ্রহন করেন।
What's Your Reaction?