থানচির কানাইজৈ পাড়ায় ৫৪ বছর পর বিশুদ্ধ পানির ব্যবস্থা

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম কানাইজৈ পাড়ার ৪৮টি পরিবারের জন্য গ্রাভিটি ফ্লো সিস্টেম (জিএফএস) পাইপের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম)।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে গ্রামবাসীদের জন্য এ পানির সংযোগ উদ্বোধন করেন ওয়ার্ড মেম্বার মংথোয়াইসা মারমা। এ প্রকল্পের আওতায় একটি পানির ট্যাংক, ছয়টি পাইপলাইন সংযোগ স্থাপন করা হয়।
বিএসআরএম-এর অর্থায়নে সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর পুওর ভিলেজার ইন থানচি উপজেলা প্রকল্পের মাধ্যমে ১৬ লাখ টাকা ব্যয়ে এ ব্যবস্থা বাস্তবায়ন করা হয়। স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) প্রকল্পটি বাস্তবায়ন করে। ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পের কাজ মার্চে শতভাগ সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বিএনকেএস-এর প্যারামেডিক্স ডা. উবাথোয়াই মারমা, কানাইজৈ পাড়ার প্রধান মংক্যচিং মারমা, বিএনকেএস মাঠ সহায়ক সেমসম বম, ম্যাক্যওয়াং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিএনকেএস-এর ডা. উবাথোয়াই মারমা জানান, গত বছর একটি জাতীয় পত্রিকায় থানচির বলিপাড়া ইউনিয়নের কানাইজৈ পাড়ার মানুষের বিশুদ্ধ পানির সংকটের খবর প্রকাশিত হয়। তখন জানা যায়, শঙ্খ নদীর দূষিত পানি ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। সংবাদটি নজরে আসার পর বিএসআরএম ও বিএনকেএস যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়।
বলিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মংথোয়াইসা মারমা বলেন, "স্বাধীনতার পর ৫৪ বছর ধরে আমাদের ওয়ার্ডের মানুষ শঙ্খ নদীর ঘোলা পানি ব্যবহার করে আসছিল। এখন এই প্রকল্পের মাধ্যমে অর্ধশতাধিক পরিবার বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছে।"
What's Your Reaction?






