"দলের কিছু নেতা আদর্শের বিপরীতে কাজ করছেন" – আকতারুল আলম ফারুক

মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া প্রতিনিধি, ময়মনসিংহঃ
Mar 13, 2025 - 22:22
Mar 13, 2025 - 22:38
 0  3
"দলের কিছু নেতা আদর্শের বিপরীতে কাজ করছেন" – আকতারুল আলম ফারুক

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাইফুল ইসলাম বাদল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আকতারুল আলম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল ফজল, যুগ্ম আহ্বায়ক শাহীনুর মল্লিক জীবন, জাকির হোসেন খান বাপ্পি, মহিলা দলের আহ্বায়ক লিরা আক্তার এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন রিপনসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আকতারুল আলম ফারুক বলেন, "আমাদের দলের কিছু নেতা দলীয় আদর্শের বিপরীতে কাজ করছেন। কেউ কেউ থানায় দৌড়ঝাঁপ করছেন, চাঁদাবাজিতে লিপ্ত রয়েছেন, দরবার-শালিশের মাধ্যমে অবৈধ সুবিধা নিচ্ছেন, এমনকি জমি দখল ও গাছ কাটার মতো কর্মকাণ্ডেও জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।"

তিনি আরও বলেন, "আমাদের উচিত দলের ঐক্য অটুট রাখা এবং সঠিক নীতিতে চলা। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তবেই আমরা সফল হতে পারবো।"

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow