দায়িত্ব বুঝে নিলেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,ও মহিলা ভাইস চেয়ারম্যান
দায়িত্ব বুঝে নিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ডাক্তার মাসুদা আক্তার বুলু।
বৃহস্পতিবার তারা দায়িত্ব বুঝে পান এবং অফিস করেন।এর আগে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ,পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, মাসুদুল হক,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, প্রচার প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন। অন্যদিকে ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম সহ ফরিদপুর সদর উপজেলার কর্মকর্তা বৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
What's Your Reaction?