দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্র ২,০৩৪ পরিবার পেল পবিত্র ঈদ-উল-ফিতর ভিজিএফ চাল

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Mar 15, 2025 - 17:20
 0  7
দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্র ২,০৩৪ পরিবার পেল পবিত্র ঈদ-উল-ফিতর ভিজিএফ চাল

বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্র ২,০৩৪টি পরিবারকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকাল থেকে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন থানচি উপজেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মসফিকুর রহমান।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, জাতীয় দুর্যোগ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে বরাদ্দের আওতায় থানচি সদর ইউনিয়ন পরিষদ এই চাল বিতরণ বাস্তবায়ন করে।

ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো। ইউপি সচিব চমংউ মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, উপজেলা প্রশাসনের নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসার ও সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার মো. আমিন উল্লাহ, ইউপি মহিলা সদস্য হ্লাহ্লায়ি মারমা, নুচিংপ্রু মারমা, রিংকো ম্রো, ডেভিট ত্রিপুরা, মেখয় মারমা প্রমুখ।

ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দেশের দুঃস্থ ও অসহায় মানুষের জন্য দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এরই ধারাবাহিকতায়, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow