দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরে ভোট সম্পন্ন

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
May 8, 2024 - 19:23
 0  9
দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরে ভোট সম্পন্ন

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরে ভোট সম্পন্ন-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। দুই উপজেলার ১৭৭ টি ভোটকেন্দ্রে সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার জন্য মোতায়েন ছিল বিপুল সংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। ভোটারদের সারি অনেকটা ফাঁকা ছিল। ভোটাররা থেমে থেমে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।  

দুপুরে নাসিরনগরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে না দেওয়ায় পোলিং অফিসারকে মারধর করার অভিযোগ উঠে। এ সময় ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার পলাশ মজুমদার অভিযোগ করেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির (চশমা প্রতীক) তার কয়েকজন সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তার সমর্থকরা জাল ভোট দিতে চাইলে কর্মরত পোলিং অফিসার ফয়সাল ইসলাম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রার্থীর সমর্থকরা পোলিং অফিসারকে চড়-ধাপ্পড় মারতে থাকেন। 
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহাগ রানা জানান, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
অন্যদিকে সরাইল উপজেলা সদরের অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দেয়ার সময় তামিম মিয়া (২৬) কে আটক করা হয়। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম এর ভ্রাম্যমান আদালত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow