দুই যুগ ধরে রমজানে শুদ্ধ কোরআন শিক্ষা দিচ্ছে মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Mar 14, 2025 - 12:36
 0  2
দুই যুগ ধরে রমজানে শুদ্ধ কোরআন শিক্ষা দিচ্ছে মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা

দীর্ঘ দুই যুগ ধরে পবিত্র রমজান মাসে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আওতাধীন আওলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসায় শুদ্ধভাবে কোরআন শিক্ষার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মনোরম পরিবেশে পরিচালিত এই শিক্ষাক্রম থেকে এ পর্যন্ত ৬০ জন শিক্ষার্থী ক্বারী হিসেবে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া শত শত শিক্ষার্থী এখান থেকে সহীহ-শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার সুযোগ পেয়েছে।

প্রথম রমজান থেকে শুরু করে ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ কার্যক্রম। দক্ষ ক্বারী সাহেবরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় নিয়োজিত থাকেন।

মাদ্রাসার পরিচালক ক্বারী মোঃ আবুল ফায়েজ বলেন, "আল্লাহ তায়ালা কোরআন ধীরে ধীরে ও শুদ্ধভাবে পড়ার নির্দেশ দিয়েছেন। নবী করিম (সাঃ) বলেছেন, এমন কিছু পাঠক আছে যারা কোরআন পড়ে, অথচ কোরআনই তাদের প্রতি অভিসম্পাত করে। আমাদের এখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও কোরআন শিক্ষার সুযোগ রয়েছে। যারা এখনো আসেননি, আমি তাদের আহ্বান জানাই—আসুন, কোরআন শেখার এই মহতী মজলিসে অংশ নিন।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow