দু'দিনব্যাপী ২৬তম বার্ষিক ভক্তসেবা ও মহোৎসব অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার ঝগড়দিয়া হরিমন্দির প্রাঙ্গণে দু'দিনব্যাপী ২৬তম বার্ষিক ভক্তসেবা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ হরিবল, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ উৎসবে বাদ্যযন্ত্রসহ বিভিন্ন এলাকা থেকে নয়টি মতুয়া দল অংশগ্রহণ করে।
শুক্রবার শুভ অধিবাসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মহোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া আচার্য্য শ্রী সম্পদ ঠাকুর, সভাপতি, আন্তর্জাতিক মতুয়া প্রচার মহাসংঘ কেন্দ্রীয় কমিটি, ওড়াকান্দি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামল কুমার বিশ্বাস, সভাপতি, মতুয়া মহোৎসব কমিটি, ঝগড়দিয়া-মহম্মদপুর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া শ্রী ফেলারাম গোসাই, ভক্ত দাস, অশোক বিশ্বাসসহ আরও অনেকে।
উৎসবের বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ধর্মপ্রাণ ভক্তরা ভক্তিসেবা ও আধ্যাত্মিক সংগীত উপভোগ করেন।
What's Your Reaction?






