দুর্ঘটনায় পুলিশের সাব- ইন্সপেক্টর নিহতঃ পুত্রের মৃত্যুর সংবাদে মারা গেলেন পিতাও 

সরোয়ার হোসেন, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
Sep 19, 2024 - 20:53
 0  6
দুর্ঘটনায় পুলিশের সাব- ইন্সপেক্টর নিহতঃ পুত্রের মৃত্যুর সংবাদে মারা গেলেন পিতাও 

আমাদের ভাঙ্গা প্রতিনিধি সরোয়ার হোসেনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের বামনকান্দা  নামক বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার বিকালে অজ্ঞাত বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এসআই শরিফুল ইসলাম  মারা গেছেন। 

তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার সাতাশিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নজরুল ইসলামের ছেলে। পুত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এমন সংবাদে  হৃদযন্ত্রের  ক্রিয়া বন্ধ হয়ে পিতা নজরুল ইসলাম সন্ধ্যায় তিনিও মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেন শিবচর হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট আশিকুজ্জামান।  
তিনি আরও জানান, পুলিশের এসআই শরিফুল ইসলাম ডিএমপিতে কর্মরত ছিলেন। পিতার অসুস্থতার সংবাদ শুনে বিকালে ৫ দিনের ছুটি নিয়ে নিজ মোটরসাইকেল যোগে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন থেকে গ্রামের নতুন বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কুসুমদিয়া গ্ৰামের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ভাঙ্গার বামনকান্দা নামক বাসস্ট্যান্ডে পৌঁছালে অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় জনতা ও পুলিশ  তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক  রেহানা পারভীন তাকে মৃত ঘোষণা করেন। এ সময় এলাকাবাসী শিবচর হাইওয়ে থানাকে খবর দিলে আমরা ঘটনাস্থলসহ হাসপাতালে পৌঁছে লাশ গ্ৰহন করে তার পরিবারের লোকজনকে খবর দেই। তারা ভাঙ্গা হাসপাতালে আসলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ  হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow