"দুর্নীতিবাজদের হাতে দেশ তুলে দেওয়া হবে না" – মাওলানা মোহাম্মদ শাহজাহান

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
Mar 12, 2025 - 12:31
 0  2
"দুর্নীতিবাজদের হাতে দেশ তুলে দেওয়া হবে না" – মাওলানা মোহাম্মদ শাহজাহান

বাংলাদেশকে আর কোনো দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের হাতে তুলে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

জেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন। জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও খাগড়াছড়ি পার্বত্য জেলা আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, “৫ আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পর বাংলাদেশকে আর কোনো দুর্নীতিবাজ ও ক্ষমতালিপ্সুর হাতে তুলে দেওয়া হবে না। রমজানের শিক্ষা হলো অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যাতে দেশের সব মানুষ শান্তিতে বসবাস করতে পারে।”

বিশেষ অতিথি অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, “শুধুমাত্র কোরআন ও হাদিসের ভিত্তিতেই একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলামে ভিন্ন ধর্মের অনুসারীদের প্রতি কোনো ধরনের অন্যায় বা অবিচারের সুযোগ নেই। ভবিষ্যতে জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীকে নির্বাচিত করলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।”

ইফতার মাহফিলে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow