"দুর্যোগ প্রস্তুতি চলমান প্রক্রিয়া, সকলকে প্রস্তুত থাকতে হবে" – মোহাম্মদ আশরাফুল আলম খান

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে পিরোজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি" প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। দিনব্যাপী আয়োজিত কার্যক্রমের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং দুর্যোগ প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা প্রদান।
সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সার্কিট হাউজ ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঁইয়া (জনি)। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি বলেন, দুর্যোগ প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া, তাই দুর্যোগের পূর্বে, দুর্যোগ চলাকালীন এবং পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্যোগ প্রস্তুতি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হবে এবং বিভিন্ন বাজার ও শপিংমলে ফায়ার সার্ভিসের মাধ্যমে অগ্নি নির্বাপক মহড়া পরিচালনা করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো: ইসরাক হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া এবং পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ মনিরুজ্জামান নাসিম আলী।
আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক নির্দেশনা প্রদান করেন যাতে প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ফায়ার এক্সটিংগুইশার সচল থাকে এবং স্কুল, কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করা হয়। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রতিটি স্কুলে দুর্যোগ প্রস্তুতি ইউনিট গঠনের নির্দেশনা দেন।
সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি নিশ্চিত করতে এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়া হবে।
What's Your Reaction?






