দেশ গঠনে তরুণদের বিকল্প নেই

কেফায়েত উল্লাহ,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
Jan 9, 2025 - 19:47
 0  12
দেশ গঠনে তরুণদের বিকল্প নেই

দেশ গঠনে তরুণদের বিকল্প নেই, ইতিহাস এটা বারবার প্রমাণ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে বাঁশরি ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে

পুরস্কার বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তৃতায় একথা বলেন তিনি। মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩ টার দিকে বাঁশরি ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। খেলায় অংশ গ্রহণ করে পৌর সভার ৯ নম্বর ওয়ার্ড একাদশ ও ৫ নম্বর ওয়ার্ড একাদশ। তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় শিরোপা ঘরে তুলে নেয় ৯ নম্বর ওয়ার্ড  একাদশ। 

বাঁশরি ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রায় ১ মাস আগে শুরু হয়। গ্রুপ পর্যায়ে ১২ টি খেলাশেষে আজ টুর্নামেন্টেটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাসির আহাম্মদ চৌধুরী, আবু ইউসুফ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাবু মনিন্দ্র কিশোর ত্রিপুরা, জেলা বিএনপির সেক্রেটারি এম এন আবছার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, উপজেলা বিএনপির সেক্রেটারি বদিউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। 

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সেক্রেটারি ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের সভাপতি জয়নাল সরকার, যুবদল নেতা ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন সজল, সেক্রেটারি মঞ্জু, পৌর ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বি, সেক্রেটারি তানজিফ রানা, বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশন আয়োজিত মাসব্যাপী বাঁশরি ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় পৌর সভার ৯ নম্বর ওয়ার্ড একাদশ ৫ নম্বর ওয়ার্ড একাদশকে ১ গোলে হারিয়ে দেয়। পুরো খেলাজুড়ে উভয়পক্ষ ১-১ গোলে সমতা রক্ষা করে হাড্ডাহাড্ডি লড়াই করছিলো। শেষপর্যন্ত খেলা ট্রাইবেকারে গিয়ে গড়ায়। ট্রাইবেকারে উভয়পক্ষ প্রথমদিকে সমানে সমানে লড়াই করলেও শেষদিকে ৫ নম্বর ওয়ার্ড একাদশ ১ গোলে হেরে যায় ৯ নম্বর ওয়ার্ড একাদশের কাছে। উভয় পক্ষের মোট গোলের সংখ্যা দাঁড়ায় ৮-৭। অর্থাৎ ৯ নম্বর ওয়ার্ড একাদশ -৮ ; ৫ নম্বর ওয়ার্ড একাদশ -৭। 

খেলা শেষে প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া চ্যাম্পিয়ন ও রানার্সআপ টীমের মধ্যে চ্যাম্পিয়ন ট্রপি এবং রানার্সআপ ট্রপি বিতরণ করেন। 

ক্রীড়ামোদী দর্শকদের সাথে আলাপ করে জানা যায়, প্রত্যন্ত অঞ্চল থেকেও ফুটবলপ্রেমি দর্শকরা আজকের খেলা দেখতে ভীড় জমায়। ধারণা করা হয় প্রায় বিশ হাজার দর্শক আজকের এ ফুটবল খেলা উপভোগ করেন ; তিল ধারণের ঠাই ছিলো না খেলার মাঠে। জেলার বিভিন্ন এলাকা থেকেও ফুটবলপ্রেমিরা ভীড় করে আজকের খেলা দেখতে। অনেকেই দাঁড়ানোর জায়গা পাননি বলে অভিযোগ করেন আমাদের কাছে। এ সময় এ ধরনের বড় টুর্নামেন্ট আয়োজন করতে হলে আরো বড় মাঠ দরকার বলে মতো মন্তব্য করেন ভুক্তভোগী দর্শকরা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow