দৈনিক খোলাচোখে সংবাদ প্রকাশের ১ ঘন্টার মধ্যে মদন হাজীর মেলা পণ্ড করে দিলো প্রশাসন

জাকির হোসেন, স্টাফ রিপোর্টার
Feb 24, 2024 - 21:17
Feb 24, 2024 - 21:18
 0  169
দৈনিক খোলাচোখে সংবাদ প্রকাশের ১ ঘন্টার মধ্যে মদন হাজীর মেলা পণ্ড করে দিলো প্রশাসন

সংবাদ প্রকাশের পর পরইে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টি মদন হাজীর মেলা পণ্ড করে দিয়েছে সালথা উপজেলা প্রশাসন। 

শনিবার (আজ) সন্ধ্যার পর এই অভিযান পরিচালনা করেন সালথার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এসময় পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।

প্রসঙ্গত, আজ সন্ধ্যায় "সালথায় মদন হাজীর ওরশের মেলায় চলছে অশ্লীল নৃত্য" শিরোনামে দৈনিক খোলাচোখের অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের ১ ঘন্টার মধ্যে উপজেলা প্রশাসন উক্ত মেলায় উপস্থিত হয়ে বিনা অনুমতিতে মেলার আয়োজন করায় মেলা বন্ধ করে দেন।

সালথার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টি হযরত শাহ সুফী মাওলানা খাজা মদন হাজী এর দরবার সংলগ্ন ঈদগাহ মাঠে বিনা অনুমতিতে মেলার আয়োজন করায় তা বন্ধ করে দেয়া হয়। তবে অনুমোদন পাওয়া সাপেক্ষে মেলা পরিচালনা করার নির্দেশনা  দেয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow