দৈনিক খোলাচোখ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটলেন এমপি লাবু চৌধুরী
ফরিদপুরের নগরকান্দা থেকে প্রকাশিত দৈনিক খোলাচোখ পত্রিকার ৫ম প্রতিষ্ঠা পালিত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টায় খোলাচোখ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।
দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক প্রকাশক ও নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান,পৌর মেয়র নিমাই সরকার,স্থানীয় সাংবাদিক, কাউন্সিলর ও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে শাহদাব আকবর চৌধুরী লাবু বলেন-সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে অপরিসীম। সমাজের অন্যায় অনিয়মের সঠিক চিত্র তুলে ধরতেও তিনি সাংবাদিকদের আহবান জানান।
এসময় সাংবাদিকেরা উদ্দেশ্যে শাহদাব আকবর চৌধুরী লাবু বলেন,
কেউ যদি আমার সাথে ছবি তুলে আমার নাম ভাঙ্গিয়ে অফিস আদালতে অবৈধ ফায়দা নেওয়ার চেষ্টা করে আপনারা সেদিকেও দৃষ্টি দিবেন। কারণ আপনাদের সঠিক সংবাদ আমাদের কাজকে আরো সহজ করে দেয়।
What's Your Reaction?