দোকানের সামনে প্রতিপক্ষের জোর পূর্বক বেড়া নির্মাণ, ঔষধ বিক্রি বন্ধ

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফার্মেসী দোকান নিয়ে দ্বন্দ্বে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর দিয়ে বেড়া নির্মাণ করে ফার্মেসী দোকানের ঔষধ বিক্রি বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে।
রোববার দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরের পূর্ব পার্শ্বে এ বেড়া নির্মাণের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মের্সাস মোস্কাকিম মেডিকেল হল এর মালিক ফারুক সর্দার অভিযোগ করে বলেন,গত ছয়মাস পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালের বাহিরে আমার ব্যক্তিগত জমিতে ফার্মেসী দোকানদিয়ে ব্যবসা করে আসছি। ফার্মেসী ব্যবসা নিয়ে দ্বন্দ্বে রোববার দুপুর দেড়টার দিকে ষোলঘর এলাকার গোবিন্দ রায়ের ছেলে সিধু রায়ের নেতৃত্বে ফার্মেসী দোকানদার সিরাজ, জীবন ও জাকির স্বাস্থ্য কমপ্লেক্সের এসে কমপ্লেক্সের জায়গা দখলে নিয়ে দেয়ালের উপর বেড়া নির্মাণ করে আমার ঔষধ বিক্রি বন্ধ করে দেয়। আমি বাধা দিলে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, এটা ফার্মেসী দোকানদের নিজের দ্বন্দ্ব। আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নিবেন। আপনার সরকারী হাসপাতালের ভিতরের জায়গা দখল করে বেড়া নির্মাণ করেছে এ প্রশ্নের উত্তরে তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা মাপঝোপ এখনও সঠিকভাবে আমরা বুঝে পাইনি। এটার জন্য ইউএনও স্যারকে বলেছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন বলেন, এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ' বিষয় এটা ওনি দেখবেন।
What's Your Reaction?






