দৌলতপুরে ইউপি চেয়ারম্যান ওয়ান শুটার গানসহ গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪নং মরিচা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকায় জাহিদের বাড়িতে অভিযান চালায়। ডিবি ইনস্পেক্টর শেখ আওয়াল কবিরের নেতৃত্বে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন।
অভিযানের সময় ব্যাপক জিজ্ঞাসাবাদে জাহিদুল ইসলাম জাহিদ তার বাড়ির সিঁড়ির নিচে একটি বস্তার ভিতরে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে ওই স্থান থেকে শপিং ব্যাগে রুমাল দিয়ে মোড়ানো একটি দেশীয় ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম জাহিদ বৈরাগীর চর এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
এ বিষয়ে এসআই ইসরাফিল হোসেন জানান, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নতুন মামলার প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?






