দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ এস এম নুরুন্নবী স্মৃতি সংসদের ‌ শুভ সূচনা

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Mar 13, 2024 - 16:30
 0  10
দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ এস এম নুরুন্নবী স্মৃতি সংসদের ‌ শুভ সূচনা

ফরিদপুরের ‌ শেখ জামাল স্টেডিয়ামে ‌অনুষ্ঠিত ‌দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে শুভ সূচনা করেছে নবাগত দল এসএম নুরুন্নবী স্মৃতি সংসদ।

বুধবার সকালে অনুষ্ঠিত খেলায় তারা ঢালী একাদশকে ৫ উইকেটে পরাজিত করে ।
নির্ধারিত ২০ ওভারের খেলায় ‌ প্রথমে ব্যাট করতে নেমে ঢালী একাদশ ১০০ রান সংগ্রহ করে।
দলের পক্ষে এজাজ সর্বোচ্চ ২৩ রান করে।
এসএম নুরুন্নবী স্মৃতি সংসদের  পক্ষে রনি এবং সাকিব ‌ দুজনে ৩ টি করে উইকেট লাভ করেন।
জবাবে এসএম নুরুন্নবী স্মৃতি সংসদ ১৮ ওভার ৪ বলে  
৫ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে।
গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন ‌ আম্পায়ার ‌ মিলন ‌ও নাজমুল।
দলের পক্ষে ‌ সাদ্দাম ২২, জুয়েল ১৭ শরিফুল ১৭ রান করে ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow