দ্বিতীয় মেয়াদে সালথা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ওয়াদুদ মাতুব্বর
দেশের চলমান উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ পর্যায়ের ২ধাপে ফরিদপুরের সালথায় ২য় মেয়াদে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ওয়াদুদ মাতুব্বর। এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে শওকত হোসেন মুকুল এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসাঃ মোরশেদা খানম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে ২০ মে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫০ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৪২১৪৮ জন ভোটারের মধ্যে প্রায় ৩০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
৫০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোঃ ওয়াদুদ মাতুব্বর আনারস প্রতীকে ৩৭৭৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ওয়াহিদুজ্জামান মোটরসাইকেলের প্রতীকে ৫৩৪২ (যদিও তিনি ভোটের মাঠ ছেড়ে দিয়েছিলেন) ভোট পেয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে মোঃ শওকত হোসেন মুকুল টিউবওয়েল প্রতীকে ১৬৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আছাদ মাতুব্বর চশমা প্রতীকে ১২০৫১ ভোট পেয়েছেন। এছাড়াও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসাঃ মোরশেদা খানম ফুটবল প্রতীকে ১৫৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শিরি বেগম কলস প্রতিকে ১২৫৫৩ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালি বলেন, উপজেলার ৫০ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।
What's Your Reaction?