ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে খোকসায় বিক্ষোভ

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের দাবিতে কুষ্টিয়ার খোকসায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে বিক্ষোভটি খোকসা সরকারি কলেজ গেট থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে পৌর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সচেতন নাগরিক ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম, মিম্মা আক্তার, ওয়াজেদ বাঙালি, মো. বিপ্লব হোসেন, সামিউল ইসলাম, সাইফুর রহমান প্রমুখ।
বক্তারা ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।
What's Your Reaction?






