ধানমন্ডির ৩২ নম্বরে অভিনেত্রী রোকেয়া প্রাচী'র উপর হামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যার ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে অবস্থান এবং প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীরের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এদিকে কর্মসূচি পালন শেষে রোকেয়া প্রাচীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে মারধর করেছে বিরোধীরা।
গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে আগুন দেওয়া হয় বাড়িটিতে। ফলে বাড়িটি পুড়ে গিয়ে ধ্বংসস্তুপে পরিণত হয়।
What's Your Reaction?