ধামইরহাটে বিজিবি’র অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলায় সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২১ এপ্রিল) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সদস্যরা।
বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চকিলাম বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২৬৫/১-এস এলাকা থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল কার্যক্রম পরিচালনা করে বিজিবির একটি দল। এ সময় একটি পরিত্যক্ত চালান থেকে ১৭০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা ফেনসিডিল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?






