নওগাঁতে নারী নির্যাতনের প্রতিবাদে লাল কার্ড ও মানববন্ধন

নওগাঁর শহরের মুক্তির মোড় এলাকায় নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা ও সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
এ সময় ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বি, ফরিদ হোসেন, রাকিব সহ আরও অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, নিপীড়ন ও নির্যাতনের ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে, যা সমাজের সর্বস্তরে উদ্বেগ সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, ধর্ষণের বিরুদ্ধে দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করার রাষ্ট্রের দায়িত্ব। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, "তাদের ব্যর্থতার কারণে দেশব্যাপী নারী নির্যাতনের ঘটনা বাড়ছে।"
তারা আরও দাবি জানান যে, ধর্ষকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হুঁশিয়ারি দেন।
What's Your Reaction?






