নওগাঁর আত্রাইয়ে হাতি দিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ পথচারীরা
নওগাঁর আত্রাইয়ে হাতি দিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে পথযাত্রীরা। অনেক পথযাত্রী হাতি দিয়ে পথ রোধ করাতে আতঙ্কিত হয়ে উঠেন।
জানা যায়, বিভিন্ন সার্কাস মালিকরা হাতি দিয়ে চাঁদাবাজির জন্য মাহুত দিয়ে রাস্তায় হাতি ছেড়ে দেন।এতে করে মাহুতরা ওই হাতি রাস্তায় বিভিন্ন যানবাহনের সামনে দাঁড় করিয়ে রাখে।যতক্ষণ পর্যন্ত চাঁদা না দিবে ততক্ষণ তাকে ছাড় নয়।রাস্তায় মোটরসাইকেল, অটোরিক্সা, সিএনজি ও ভ্যান গাড়িতে চাঁদা আদায়ের প্রধান টার্গেট।চাঁদা আদায়ের জন্য যানবাহন আটকে যাত্রীদের উপর লেলিয়ে দেয়া হয় হাতিকে।তখন হাতি তার শুঁড় দিয়ে যাত্রীদের বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। এতে করে যাত্রীরা একদিকে যেমন বিরক্ত হন।অপরদিকে নারী ও শিশু যাত্রীরা আতঙ্কিত হয়ে উঠেন।
গত সোমবার বিকেলে আত্রাই-পতিসর সড়কে এমনিভাবে হাতি দিয়ে চাঁদাবাজি করতে দেখা গেছে এক মাহুতকে। মাহুত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগর এলাকার সাগর হোসেন বলেন, আমরা পেটের দায়ে রাস্তায় হাতি দিয়ে কিছু সাহায্য উত্তোলন করি।
পথযাত্রী মাসউদুর রহমান বলেন, এভাবে রাস্তা অবরোধ করে হাতি দিয়ে চাঁদাবাজিতে আমরা অতিষ্ঠ।মাঝে মধ্যেই দেখা যায় এ রাস্তায় হাতি দিয়ে চাঁদা উত্তোলন করা হয়।এটা প্রশাসনিকভাবে বন্ধ করা প্রয়োজন।
এ বিষয়ে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি জহুরুল ইসলাম বলেন, হাতি দিয়ে চাঁদাবাজি করা হয় এমন কোন অভিযোগ আমার কাছে কেউ করেন'নি।তবে অভিযোগ পেলে অবশ্যই তা বন্ধের ব্যবস্থা নেয়া হবে।
What's Your Reaction?