নওগাঁর পত্নীতলায় ট্রাক্টর উল্টে চালক নিহত
নওগাঁর পত্নীতলায় ট্রাক্টর চালক সুফল (৩২) নিয়ন্ত্রণ হারিয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত সুফল পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খলনা গ্রামের কমল এর ছেলে।
স্থানীয় ও ফায়র সার্ভিস সূত্রে জানা যায় বুধবার সকালে ট্রাক্টর চালক সুফল ট্রাক্টর নিয়ে বেরিয়ে যায় ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের গুপিরামপির গোবড়াপাড়া এলাকায় পৌঁছালে সাড়ে ৭ টায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে।
খবর পেয়ে পত্নীতলা ফায়ার স্টেশন এর একটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে তার লাশ পুলিশ ও স্হানীয় জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করেন।
পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল মমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অন্যকোন যানবাহনের সাথে সংঘর্ষ হয়নি নিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে মারা গেছে।কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?