নওগাঁর পোরশায় দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 7, 2025 - 14:37
 0  7
নওগাঁর পোরশায় দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) ভোরে ওই গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)। স্থানীয়দের ভাষ্য, দুই ভাই-বোন দীর্ঘদিন ধরে একই বাড়িতে বসবাস করছিলেন।

রোববার গভীর রাতে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে পচনধরা মরদেহ দুটি উদ্ধার করে।

পোরশা থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।"

স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় হয়তো স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow