নওগাঁর মান্দায় অভয়াশ্রমে মাছ লুট, প্রশাসনের অভিযান

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Mar 12, 2025 - 13:02
 0  2
নওগাঁর মান্দায় অভয়াশ্রমে মাছ লুট, প্রশাসনের অভিযান

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদের বাগাতিপাড়া কবরতলাদহ অভয়াশ্রম ও আশপাশের এলাকায় নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ লুটের অভিযোগ উঠেছে। নদের পানি কমে যাওয়ার সুযোগ নিয়ে মৎস্যজীবীদের পাশাপাশি কিছু অসাধু ব্যক্তি গত কয়েকদিন ধরে অবাধে মাছ ধরছে।

এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ রিংজাল জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বাগাতিপাড়া অভয়াশ্রম ও আশপাশের এলাকায় শত শত নিষিদ্ধ চায়না রিংজাল ও কচাল জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, "নদের পানি কমতে থাকায় গত ৩-৪ দিন ধরে অভয়াশ্রম এলাকায় রিংজাল ফেলার হিড়িক পড়েছে। অনেকে নতুন রিংজাল কিনে মাছ শিকারে নেমেছে।"

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল বলেন, "আত্রাই নদে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের জন্য বুড়িদহ ও বাগাতিপাড়া কবরতলাদহ এলাকায় অভয়াশ্রম তৈরি করা হয়েছে। খরা মৌসুমে নদের পানি কমে গেলে অভয়াশ্রমে মাছ সংরক্ষিত থাকবে এবং নতুন পানি এলে এখান থেকে মাছের পোনা সারা নদে ছড়িয়ে পড়বে।"

এদিকে, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, "উপজেলা পরিষদ ও মৎস্য দপ্তরের অর্থায়নে আত্রাই নদের ভাটি এলাকায় দুটি অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। অভয়াশ্রম এলাকায় মাছ শিকারের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রিংজাল জব্দ করা হয়েছে। মাছ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য বুধবার (১২ মার্চ) এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করা হবে।"

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভয়াশ্রমে মাছ রক্ষায় নিয়মিত নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow