নওগাঁর রাণীনগরে সরকারি চাল মজুদ: ২৯ টন চাল জব্দ, মামলা দায়ের

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Apr 28, 2025 - 18:57
 0  2
নওগাঁর রাণীনগরে সরকারি চাল মজুদ: ২৯ টন চাল জব্দ, মামলা দায়ের

নওগাঁ জেলার রাণীনগরের আবাদপুকুর এলাকায় একটি গোডাউন থেকে ২৯ টন সরকারি চাল জব্দ করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলা খাদ্য পরিদর্শক মো: আনিছুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল হাফিজ মো: রায়হান।

গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য বিভাগ এবং সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান নেতৃত্বে অভিযানে নামেন। আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকার আমজাদ মন্ডলের মার্কেটের দুইটি ভাড়া করা গোডাউন থেকে ২৯ টন ৩১০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালগুলো ৫০ কেজির ৪৫৩ বস্তা এবং ৩০ কেজির ২২২ বস্তায় ছিল। এ সময় খাদ্যবান্ধব কর্মসূচির চালও উদ্ধার করা হয়।

অভিযানকালে গোডাউন মালিক এবং চাল ব্যবসায়ীরা পলাতক ছিল। ঘটনার পরপরই চালগুলো উপজেলা খাদ্যগুদামে মজুদ করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামী হিসেবে যাত্রাপুর গ্রামের মজিবর রহমানের ছেলে, চাল ব্যবসায়ী জাহাঙ্গির আলম বাবুকে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।

থানার ওসি মো: রায়হান জানান, মামলার তদন্ত দ্রুত শুরু করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন, অবৈধ চাল মজুদ প্রতিরোধে প্রশাসন সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow