নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু 

মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
Aug 16, 2024 - 20:45
 0  7
নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু 

নওগঁর রাণীনগরে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে আত্রাই-রাণীনগর মহাসড়কের রাণীনগর রেলগেটের ছোটব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই নারী সিএনজির যাত্রী ছিলেন বলে জানা গেছে। সন্ধ্যা পর্যন্ত তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ রয়েছে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে রাণীনগর রেলগেট এলাকা থেকে একটি মোটরসাইকেল আত্রাইয়ের দিকে যাচ্ছিল। আর আত্রাইয়ের দিক থেকে  সিএনজি আসছিল। রাণীনগর রেলগেটের ছোটব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে সিএনজির ওই নারী যাত্রী ও মোটরসাইকেল চালক অমিত গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল চালক আমিতকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow