নওগাঁয় অবৈধ জাল নিধনে যৌথ অভিযান

নওগাঁ জেলা প্রতিনিধি
Aug 20, 2024 - 00:31
 0  5
নওগাঁয় অবৈধ জাল নিধনে যৌথ অভিযান

নওগাঁর সাপাহারে অবৈধ সুতি জাল নিধনে নওগাঁর পোরশায় বিজিবি ও মৎস অফিসের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের নেতৃত্বে মৎস কর্মকর্তা মনিরুজ্জামান এবং ১৬বিজিবি নিতপুর কোম্পানির কোম্পানী কমান্ডার সুবেদার মুনসেদ আলীসহ বিজিবি’র একটি টহলদল এই অভিযানে অংশ গ্রহণ করেন। 

এসময় ভারতীয় সীমান্তের মেইন পিলার ২৩০/৫৮আর এর নিকটস্থ পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে নদিতে ১ টি সুতি জাল পাওয়া যায়। পরে সুতি জালটি সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow