নওগাঁয় অর্থের বিনিময়ে কনস্টেবল নিয়োগে প্রতারণা, আটক ২

পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে নওগাঁর বদলগাছী থেকে বিজিবি সদস্য পরিচয়ধারী এক ব্যক্তি ও এক ছাত্রদল নেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) রাতের দিকে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—বদলগাছী উপজেলার হুদ্রাকুড়ী গ্রামের মৃত সেকেন্দার মণ্ডলের ছেলে মো. ফরিদ হোসেন (৩২) এবং একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খায়রুল সরকার (৩০)। খায়রুল নিজেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে পরিচয় দিতেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মান্নান জানান, ফরিদ ও খায়রুল পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার আশ্বাসে এক প্রার্থীর পরিবারের সঙ্গে ৮ লাখ টাকায় চুক্তি করেন। ওই পরিবারের কাছ থেকে ৩টি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক এবং ৩টি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে প্রতারণা করেন তাঁরা।
পরে অভিযানের সময় তাঁদের কাছ থেকে ওই চেক ও স্ট্যাম্প ছাড়াও আরও ৬টি ফাঁকা চেক ও ৯টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, এসব নথিপত্র প্রতারণার কাজে ব্যবহৃত হতো।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হচ্ছে। এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দিতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
What's Your Reaction?






