নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্যসহ ৮ জন গ্রেফতার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 28, 2025 - 17:45
 0  9
নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্যসহ ৮ জন গ্রেফতার

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যসহ আটজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে লুন্ঠিত অটো চার্জার ভ্যান ও এর বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২৩ এপ্রিল রাতে। সাপাহার উপজেলার নোচনাহার বাজার থেকে অটো চার্জার চালিয়ে বাড়ি ফেরার পথে ইলিমপুর ব্রিজের পাশে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা মো. সাদিকুল ইসলাম (৩২) নামের এক চালককে টমটম থামিয়ে গলা বরাবর ছুরি ধরে হত্যার ভয় দেখায়। পরে তাকে পাশের আমবাগানে নিয়ে এলোপাতাড়ি মারধর করে অটোটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর ২৫ এপ্রিল দিবাগত রাতে একই চক্র পোরশা উপজেলার মশিদপুর এলাকা থেকে আরেক চালককে মারধর করে তার অটো চার্জার ছিনতাই করে। এ ঘটনায় পোরশা থানায় আরেকটি মামলা রুজু করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম-এর নির্দেশনায় জেলা ডিবির একাধিক টিম অভিযান চালিয়ে ২৭ এপ্রিল রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। একইসঙ্গে উদ্ধার করা হয় লুন্ঠিত মালামাল।

গ্রেফতারকৃতদের মধ্যে মো. সেলিম এক সময়ের বহুল আলোচিত সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি হত্যা মামলার অন্যতম আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা নওগাঁসহ আশপাশের জেলার একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাতদের মধ্যে রয়েছে—পোরশা উপজেলার শোভাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল জব্বার, যার বিরুদ্ধে ১০টি ডাকাতি ও চুরির মামলা রয়েছে; গোমস্তাপুর উপজেলার পাথরপুজা গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. নুরুজ্জামান, যার বিরুদ্ধে রয়েছে ৪টি মামলা; এবং সাপাহার উপজেলার ধবলডাঙ্গা গ্রামের ইব্রাহিমের ছেলে মো. সেলিম, যার নামে ৮টি ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

এ ছাড়া লুন্ঠিত অটো চার্জার ভ্যান/টমটম ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার অভিযোগে মান্দা উপজেলার উত্তর কাঞ্চন, কালিকাপুর, কামারকুড়ি ও শ্রীরামপুর গ্রামের পাঁচজনকেও গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—মো. শহিদ খান (৩৪), মো. কাওছার আলী মৃধা (২৪), মো. আব্দুল মতিন মোল্লা (৫০), মো. জিয়াউর রহমান (৪২) ও মো. আজিজুল মন্ডল (৬৪)।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি অটো চার্জার ভ্যান, ১৯টি অটো চার্জার ব্যাটারি এবং আনুমানিক ১৫০ কেজি ওজনের অন্যান্য যন্ত্রাংশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow