নওগাঁয় পরিত্যাক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটার গান উদ্ধার

নওগাঁ জেলা প্রতিনিধি
Feb 1, 2024 - 13:29
 0  11
নওগাঁয় পরিত্যাক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটার গান উদ্ধার

নওগাঁর সদর উপজেলার বক্তারপুর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‌্যাব-৫ এর একটি দল। 

সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার (৩১জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে জেলার সদর উপজেলার বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনাকালীন সময়ে গোপনে মাদক ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনাকালীন সময়ে অজ্ঞাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চাকলা হতে শ্যামপুর রাস্তার মধ্যস্থলে রাস্তার পাশে আলুর ক্ষেতে ০৩টি ওয়ান শুটারগান ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে পরিত্যাক্ত অবস্থায় ০৩টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

 পরবর্তীতে উদ্ধারকৃত ০৩টি ওয়ান শুটারগান নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছে র‌্যাব-৫। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow