নওগাঁয় মুক্তিযোদ্ধার মৃত্যু, রাস্ট্রীয় মর্যদায় দাফন
নওগাঁর পোরশায় আব্দুর রহমান (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা মৃত্যু বরণ করেছেন,মৃত্যু মুক্তিযোদ্ধার রাস্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। তিনি উপজেলার বাঁশুড়া গ্রামের মৃত রিয়াজদ্দিনের ছেলে।
তার ছেলে সোয়াইব জানান, তিনি শুক্রবার
নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ্য হয়ে মারা যান। মৃতকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতিনাতনী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। পরে শনিবার সকাল সাড়ে ১১টায় নিজ বাড়ির পাশের উঠানে রাস্ট্রীয় মর্য়দা প্রদান ও জানাজা শেষে তাকে পাবিারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় ইউএনও মো: আরিফ আদনান, থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ও নিয়ামতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার উপস্থিত ছিলেন। অপরদিকে, তার মৃত্যতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, ঘাটনগর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান শোক প্রকাশ করেছেন।
What's Your Reaction?