নওগাঁয় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
Mar 14, 2024 - 17:31
 0  32
নওগাঁয় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নওগাঁর মান্দায় মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেল রানা (২০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। নিহত রাসেল উপজেলার কশব ইউপির তালপাতিলা বাজার এলাকার  মোতাহার হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নূরুল্যাবাদ ইউপির মিরপাড়া এলাকায়। 

পুলিশ ও স্থানীয়রা জানাগেছে, নিহত যুবক বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রসাদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই যুবক ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। আহত যুবককে  স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। 

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপারকে আটক করা যায়নি। এখন পর্যন্ত নিহতর পরিবারে কেউ অভিযোগ করেননি। কেউ অভিযোগ করলে মামলা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow