নওগাঁয় র‍্যাবের সহযোগীতায় হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি
Nov 3, 2024 - 20:15
 0  2
নওগাঁয় র‍্যাবের সহযোগীতায় হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার
নওগাঁর রাণীনগরে রিজিনা (৪০) নামে এক নারী হত্যা মামলার পলাতক ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় র‌্যাবের সহযোগীতায় ঢাকার সাভারের তারাপুর মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করে রাণীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঘোষগ্রাম শাহপাড়া গ্রামের মো. দেলোয়ার শাহ্ (৫০), রওশান আরা ওরফে রোমেনা বেগম ওসেনা (৪০), মোছা. হেলেনা বেগম (৩৫), মো. নাইম (২০) ও মোছা. জেমি (১৯)। তারা সবাই একই পরিবারের।
এর আগে ২৮ অক্টোবর এই মামলার আসামী এনতাম ও স্বপনাকে গ্রেফতার করা হয়। এনিয়ে মামলার এজাহার নামীয় ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ঘোষগ্রাম শাহপাড়া গ্রামের রিজিনার সঙ্গে জায়গা-জমি নিয়ে প্রতিবেশী দেলোয়ার শাহ্রে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৭ আগস্ট বিকালে  দেলোয়ার শাহ্সহ দেলোয়ারের পরিবারের লোকজন রিজিনার জায়গায় কচুরিপানা পরিষ্কার করে মাছ ধরার বিষয়কে কেন্দ্র করে শত্রুতার জেরে দলবদ্ধ হয়ে দেলোয়ার শাহ্সহ দেলোয়ারের পরিবারের লোকজন হাসুয়া, লাঠিশোঠা ও রড দিয়ে রিজিনাকে মারধর করে গুরুত্বর জখম করেন। রিজিনাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বগুড়ায় চিকিৎসা শেষে রিজিনাকে বাড়িতে নিয়ে আসেন তার পরিবার। এরপর ৫ সেপ্টেম্বর রিজিনার অবস্থার আরও অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহীতে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসার পর অসুস্থ্য অবস্থায় ৭ সেপ্টেম্বর রিজিনার মৃত্যু হয়। এ ঘটনায় রিজিনার চাচানো বোন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, মামলার এজাহার নামীয় ৫ আসামিকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতে পাঠিয়েছি। তথ্য প্রযুক্তির সহযোগীতায় এ মামলার ৭ জন আসামীকে গ্রেফতার করা হলো। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আরও তথ্য উদঘাটনের জন্য আসামীদেরকে রিমান্ডের আবেদন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow