নওগাঁয় ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল জব্দ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 25, 2025 - 21:12
 0  4
নওগাঁয় ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল জব্দ

নওগাঁর রাণীনগর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকারের দেওয়া চাল দুটি গোডাউনে মজুত করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়, যার ফলে দুটি গোডাউন থেকে মোট ২৯ হাজার ৩১০ কেজি চাল উদ্ধার করা হয়।

এছাড়াও, অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির বেশ কিছু সরকারি চালের বস্তাও উদ্ধার করা হয়। তবে, চালের কোন মালিককে আটক করা সম্ভব হয়নি। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দ করা চালগুলো উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান, রাণীনগর থানার পুলিশ এবং একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow