নওগাঁয় ৪ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট
নওগাঁ সদর উপজেলার শালুকা গ্রামে গভীর রাতে বাসায় ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিবেশিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে। এ ঘটনায় রবিবার (১১ জানুয়ারি) দুপুরে নওগাঁ সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি ইউনুস জামান সাখিদার।
অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার শালুকা গ্রামের বাসিন্দা ইউনুস জামান সাখিদার এর প্রতিবেশি আব্দুল মান্নান সাখিদার ও মো: সোহাগ রাতে বাসায় কেও না থাকার সুযোগে বাসার মেইন গেটের প্রাচিরের উপর দিয়ে বাড়ীর ভেতরে প্রবেশ করে গ্রিলের তালা ভেঙ্গে এবং ১ টি ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে থাকা আলমারী থেকে স্বর্নের গলার হার ২ টি, আংটি ৪টি, হাতের বালা ৩ জোড়া চেইন ২টি, কানের দুল ২ জোড়া (মোট ১০ ভরি ৪ আনা যার আনুমানিক মূল্য প্রায় ১৩লক্ষ ২০হাজার টাকা এবং ৩ লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযোগকারী ইউনুস জামান সাখিদার বলেন, ঘটনার পর রবিবার সকালে বিবাদীদের সাথে আলাপ করার পর চুরির সাথে জরিত বলে তাদের সন্দেহ হয় আমাদের। কারন তাদের অঙ্গভুঙ্গি ও কথা-বার্তা উল্টাপাল্টা মনে হচ্ছে। তারাই আমাদের বাড়িতে ঢুকে লুট করেছে। তাদের শাস্তি চাই। আশা করছি প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন তদন্ত করে।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানার জন্য আব্দুল মান্নান সাখিদার ও মো: সোহাগ এর বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) নুরে আলম সিদ্দিকী বলেন, শালুকা এলাকার একটি বাসায় চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?