নওগাঁ থেকে বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

আব
Mar 19, 2025 - 16:35
 0  5
নওগাঁ থেকে বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় নওগাঁ থেকে বগুড়া-ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (১৯ মার্চ) সকাল থেকে হঠাৎ এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে বগুড়ার স্টেশন রোডে মিতালী পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি চালকদের বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা ছুরিকাঘাতে আহত হন। এই ঘটনার প্রতিবাদে নওগাঁ থেকে বগুড়ার ওপর দিয়ে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো বাস বগুড়ার ওপর দিয়ে যেতে পারছে না। ফলে ঈদের আগে গুরুত্বপূর্ণ এই রুটের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাসস্ট্যান্ডে ব্যাটারিচালিত ইজিবাইকের সংখ্যা বেড়ে গেছে। অনেক যাত্রী বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়ায় ইজিবাইক ব্যবহার করে বগুড়া পৌঁছানোর চেষ্টা করছেন। মোসলেম উদ্দিন নামে এক যাত্রী বলেন, "জরুরি কাজে বগুড়া যেতে চেয়েছিলাম, কিন্তু বাস বন্ধ থাকায় ইজিবাইকে দ্বিগুণ ভাড়ায় যেতে হচ্ছে। এটি সাধারণ মানুষের হয়রানি ছাড়া কিছুই নয়।"

নওগাঁ বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে আপাতত বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কিছু বাস বিকল্প পথে, বগুড়ার কাহালুর ভেতর দিয়ে ঢাকাগামী যাত্রী পরিবহন করছে।

যাত্রীদের দুর্ভোগ নিরসনে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার দাবি উঠেছে। তবে কবে নাগাদ এই সমস্যা সমাধান হবে, তা এখনো অনিশ্চিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow