নগরকান্দায় অবৈধ চারকোল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফরিদপুরের নগরকান্দায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদনহীন চারকোল প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার চরযশোরদী ইউনিয়নের গোপালকরদী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের পাশে গড়ে ওঠা ‘এলাইট কার্বন লিমিটেড’ নামক ওই অবৈধ কারখানায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ।
অভিযানকালে কারখানাটির সকল কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়। এতে উপস্থিত ছিলেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার, পরিদর্শক টিপু সুলতানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, “অনুমোদন ছাড়াই অবৈধভাবে পাটকাঠি পুড়িয়ে চারকোল উৎপাদন করে প্রতিষ্ঠানটি আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি সাধন করছিল। এ বিষয়ে অভিযোগ পেয়ে সরেজমিনে অভিযান চালানো হয়। পরবর্তীতে কারখানাটি বন্ধ করে সিলগালা করা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া চারকোল প্রস্তুত কার্যক্রম পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
What's Your Reaction?






