নগরকান্দার বিভিন্ন স্হানে তৈরী হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক- মিশুক গাড়ী 

স্টাফ রিপোর্টার
May 12, 2024 - 23:40
 0  5
নগরকান্দার বিভিন্ন স্হানে তৈরী হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক- মিশুক গাড়ী 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্হানে তৈরি হচ্ছে ইজিবাইক-মিশুক গাড়ি।

উপজেলার নগরকান্দা পৌরসভার কলেজ রোড,তালমার মোড়,লস্কারদিয়া বাজার,পুড়াদিয়া বাজার,জয়বাংলা বাজারে বানানো হচ্ছে অনুমোদনহীন অটোগাড়ী,মিশুক গাড়ী।
সরেজমিনে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসোনহাটি গ্রামে তৈরী করা হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক। বছরের পর বছর ধরে অবাধে চলছে এই কর্মকান্ড। এই কারখানার মালিকের বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও, টনক নড়ছে না প্রশাসনের।
স্থানীয়রা জানান, হাসোনহাটি গ্রামের মৃত ফেলা শেখের ছেলে জছিম শেখের বাড়ীতে মাশাল্লা সিলভার কারখানায় তৈরী করা হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক। শিশু শ্রমিক দিয়ে দিনের পর দিন বানানো হচ্ছে এসব গাড়ি।

কারখানার মালিক সোহেল শেখ নগরকান্দা ইউএনও অফিসের এক কর্মচারীর আত্মীয় হওয়ায়, সে অবাধে বছরের পর বছর ধরে তৈরী করছে অনুমোদনহীন ইজিবাইক।সোহেল শেখ বলেন,আমি সব ম্যানেজ করে কাজ করছি,এপর্যন্ত ৫০/৬০ টি গাড়ি বানিয়ে বিক্রি করছি।
লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, আমি শুনেছি সেখানে সিলভারের  হাড়ি পাতিল তৈরী করা হয়। ইজিবাইক তৈরী করার বিষয়টি আমার জানা নেই।
নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন, আমার মনে আছে উপজেলার মাসিক সভায় ইউএনও স্যারের সামনে বিষয়টি উপস্থাপন করেছিল স্থানীয় একজন। আমি ইউএনও স্যারের সঙ্গে এই বিষয়ে কথা বলবো।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বীন কবির বলেন,  অনুমোদনহীন ইজিবাইক তৈরী করা আইগত অপরাধ। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow