নগরকান্দায় কাদায় পিচ্ছিল সড়কে মোটরসাইকেল আরোহী নিহত

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Apr 11, 2025 - 10:27
 0  2
নগরকান্দায় কাদায় পিচ্ছিল সড়কে মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুঞ্জনগর বাজারের পাশে বটতলা এলাকায় কাদায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রাহুল (৩৫)। তার বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি ওরিয়ন গ্রুপের একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। পেশাগত দায়িত্বে তিনি ফরিদপুর থেকে নগরকান্দার কুঞ্জনগর বাজারে এসেছিলেন। কাজ শেষে ফেরার পথে বৃষ্টির মধ্যে সড়ক পিচ্ছিল হয়ে পড়লে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বছরের বেশিরভাগ সময়ই এলাকার ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রলিতে বহন করা হয়। এসব ট্রলি থেকে সড়কে মাটি পড়ে থাকে, যা বৃষ্টির সময় কাদায় পরিণত হয়ে মারাত্মক পিচ্ছিল হয়ে পড়ে। ফলে প্রায়ই সড়কে দুর্ঘটনা ঘটে।

রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন শুনেছি। এলাকার রাস্তা দিয়ে দিন-রাত মাটি বোঝাই গাড়ি চলাচল করে। বৃষ্টির সময় রাস্তায় পড়ে থাকা মাটি পিচ্ছিল হয়ে এমন দুর্ঘটনা ঘটেছে। সামনে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”

এ বিষয়ে নগরকান্দা থানার ওসি সফর আলী বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম। এখনই খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow